হাফিজুর রহমান শিমুলঃ অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফী-সাধক, পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে-
শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর বাস্তবায়নে শনিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১০ টা হতে মিশনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।
খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর পরিচালক সহকারী অধ্যাপক মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য আলহাজ্জ ডা: খলিলুল্লাহ, খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ এনামুল হক। নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, নলতা আহ্ছানিয়া দারুল-উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওঃ রমিজ উদ্দীন, নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, নাংলা ফতেম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিশনের কোষাধ্যক্ষ আনোয়ারুল হক প্রমুখ। এসময়ে
অধ্যাপক ডা: রুহুল হক এমপি তার বক্তব্যে বলেন-শিক্ষার্থীদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও পীর কেবলার জীবনাদর্শ ছড়িয়ে দেয়ার আগে আমাদের শিক্ষক সমাজকে পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) রচিত গ্রন্থাবলি বেশি বেশি পড়া ও গবেষণালব্ধ জ্ঞান পরবর্তীতে শিক্ষার্থী তথা সমাজে ছড়িয়ে দিতে হবে। উল্লেখ্য যে, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী কর্মসূচী আগামী ৩ ডিসেম্বর ২০২২ শনিবার থেকে শুরু করে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর শনিবার নলতা পাক রওজা শরীফে অনুষ্ঠিত সেমিনারের মাধ্যমে ১৩ মাসব্যাপী বিশাল কর্মসূচী বাস্তবায়ন ও প্রচার-প্রচারণা চালানোর কথা জানান মিশন কর্তৃপক্ষ।