রেজাউল ইসলাম,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ বিভাগ) পুলিশের ঘন্টাব্যাপি অভিযানে মাদকের
নতুন আবিস্কার ভয়ংকর ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে।
গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার ৩নং ওয়ার্ড দক্ষিণ বন্দর স্লুইজগেট সংলগ্ন আসমা আক্তারের বাড়িতে অভিযান চালায় ডিবি
পুলিশ। ওই বাড়িতে তল্লাশি করে ১২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২ হাজার ৫০০টি ইয়াবা ট্যাবলেট ও সাড়ে ৪ কেজি গাঁজা, মাদক পরিমাপের একটি ইলেকট্রিক
নিক্তি ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এসময় ওই পরিবারের মা-মেয়ে-ছেলে ও স্বামীসহ এক পরিবারের ৪ জন ও তাদের সহযোগী মটরসাইকেল চালককে মাদক ব্যাবসার সাথে জড়িত থাকার সত্যতা
পাওয়ায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দক্ষিন বন্দরের আসমা আক্তার (২৩) তার ভাই আবুল বাশার (৩০) উভয়ের পিতা রত্তন হাওলাদার, মাহবুব হাওলাদার (৩২) পিং হারুন হাওলাদার সাং
আঙ্গুলকাটা,নুর জাহান বেগম (৬০) স্বামী রত্তন হাওলাদার এবং রত্তন হাওলাদার (৬৫)
উভয় সাং দক্ষিন মিঠাখালী পৌরসভা ৩ নং ওয়ার্ড, মঠবাড়িয়া পিরোজপুর।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ বিভাগের ওসি আসলাম উদ্দিন বলেন , আমরা
মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকের একটি বড়
চালান মঠবাড়িয়ায় আসবে। পরবর্তীতে চালানটি মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ
বন্দর স্লুইজগেট এলাকার রত্তন হাওলাদারের বাড়িতে পৌঁছালে মঠবাড়িয়া
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহিমের নেতৃত্বে প্রয়োজনীয়
টিম নিয়ে ওই বাড়ি তল্লাশি করে ধৃত আসামীদের তথ্যমতে দেয়ালের ভিতর ছিদ্র
করে মাদক রেখে প্লাষ্টার দিয়ে আটকানো অবস্থা থেকে বিপুল পরিমাণ মাদক ও
ব্যাবহারের সরঞ্জাম উদ্ধার করি এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করতে
সক্ষম হই। এই ঘটনায় এস আই জ্যোর্তিময় হালদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন
আইনে ৫ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং
আসামীদেরকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।