ভালুকা, ১৯ ফেব্রুয়ারি ২০১৯: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর ময়মনসিংহের ভালুকা উপজেলা শাখা গঠন করা হয়। ভালুকা ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি মিলনায়তনে ১৯ ফেব্রুয়ারি বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএসএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সাধারন সম্পাদক মোহাম্মদ ফজলুল হক ভু্ঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিএমএসএফ মফস্বল সাংবাদিকদের প্রাণপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে।সাংবাদিকদের বিভিন্ন দাবী আদায়ে বিএমএসএফ আন্দোলন করে যাচ্ছে। সাংবাদিকদের ১৪ দফা দাবী আদায়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এনামুল হক, বিএমএসএফ নান্দাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোহাম্মদ অালী বাবুল, ফয়জুন্নাহার সুলতানা, এনামুল হক ও ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট বিএমএসএফের ভালুকা উপজেলা গঠন করা হয়।
সভাপতি পদে মেহেদী হাসান দৈনিক আজকের বসুন্ধরা, সহ-সভাপতি মোহাম্মদ আলী বাবুল এসটিভি বাংলা, সাধারন সম্পাদক ফয়জুন্নাহার সুলতানা দৈনিক প্রথম ভোর, যুগ্ম -সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক মানবাধিকার,সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক দৈনিক প্রাণের বাংলাদেশ,কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক তালুকদার দৈনিক জনতার কণ্ঠস্বর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা দৈনিক জনতার কণ্ঠস্বর, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামসুল হক, আলিফ টিভি, প্রচার সম্পাদক,মোঃ শরিফুল ইসলাম এসটিভি,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম দৈনিক ঘোষণা, নির্বাহী সদস্য মোঃ আরিফুল ইসলাম আরিফ দৈনিক গণমানুষের আওয়াজ, জিএম খালেকুজ্জামান দৈনিক স্বাধীন বাংলা ও মোঃ শরিফুল ইসলাম বেপারী তাঁজা খবর ডট কম।