জাহিদ খান।।
টাঙ্গাইলের গোপালপুরে পৌর শহরের মান্নান চেয়ারম্যানের বয়েল সংলগ্ন এক ভাঙ্গারি দোকানের সামনে থেকে ট্রাক চুরির ঘটনা ঘটেছে। ট্রাকটি টাটা ১৬১৫ মডেলের। যার নম্বর ঢাকা মেট্রো ১৮-৩২৯২।
সিসিটিভি ফুটেজে গতকাল রাত্রি ১টা ২০ মিনিটের দিকে ট্রাকটি পার্শ্ববর্তী মধুপুর উপজেলার দিকে চলে যেতে দেখা যায়। এর আগেও ওই স্থানে এই ট্রাকের ট্যাংকি থেকে ডিজেল চুরি হওয়ার ঘটনা ঘটে।
ট্রাকের মালিক গোপালপুর বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মুকুল ভিপি জানান, গোপালপুর থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ সংগ্রহ করছি। বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে। আশা রাখি দ্রুতই ট্রাকটি পাওয়া যাবে।