যক্ষ্মা নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা নাটাবের সভাপতি সাংবাদিক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ।আলোচনায় সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাশ শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় বক্তারা, যক্ষ্মা নির্মূলে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা আক্রান্ত শূন্যের কোঠায় নামিয়া আনার কথা বলেন ।