বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আমিন আমিন ধ্বনিতে শেষ হলো। এ মোনাজাতে দেশসহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯টা ৫৫ মিনিটে। শেষ হয় ১০টা ২০ মিনিটে। এ পুরো সময় টঙ্গীর তুরাগ তীর ক্ষমা প্রার্থনা করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি হাত তুলে আকুতি জানান।
মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের কাকরাইলের শুরা সদস্য হাফেজ মওলানা মোহাম্মদ জুবায়ের। মোনাজাতের সময় যে যেখানে ছিলেন, সেখান থেকেই মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে অংশ নেওয়া লাখ লাখ মুসল্লি আল্লাহ্র দরবারে কেঁদে বুক ভাসান। দেশ-বিদেশের আরও লাখ লাখ মানুষ অংশ নেন। আল্লাহর দরবারে হাত তোলেন। মোনাজাত শেষে অংশ নেওয়া মুসল্লিরা বাড়ি ফেরা শুরু করেছেন।
বিশ্ব ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব।