মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
জেলা পুলিশ, লক্ষ্মীপুরের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

জেলা পুলিশ, লক্ষ্মীপুরের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

 

“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে”

লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন পৌরসভা ৭নং ওয়ার্ডে আঃ গণি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজীয়া ও ফোরকানিয়া মাদ্রাসার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের হাতে কম্বল তুলে দেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের কোরআন তেলাওয়াত ও গজল শুনে মুগ্ধ হন ও খুশি হয়ে তাদের সবার জন্য নগদ অর্থ প্রদান করেন এবং বলেন শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে।

এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআইও-১ জনাব একেএম আজিজুর রহমান মিয়া, অফিসার ইনচার্জ, লক্ষ্মীপুর মডেল থানা জনাব মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com