রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উন্নয়ন অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আ’লীগ সরকারের নানামুখী পদক্ষেপ প্রশংসিত হয়েছে —— স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এমপি) কালিগঞ্জে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন মাননীয় প্রধানমন্ত্রী যতদিন আছেন ততদিন দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না…… স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এমপি) আড্ডা ও খুঁনসুটিতে আল হাদীস বিভাগের প্রাণের উচ্ছ্বাস মিলনমেলা মাদারীপুরের জেলা প্রতিনিধি উদ্দ্যোগে বর্ণিল আয়োজনে দৈনিক আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ভাঙ্গাড়ি দোকানের কর্মচারী হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া কে এই নাজিম উদ্দিন ছিঃ পিরোজপুর প্রেসক্লাব ছিঃ সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ফিরোজ স্যারের মায়ের দাফন সম্পন্ন ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ বিদেশি পর্যবেক্ষক আসুক বা না আসুক, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : তথ্যমন্ত্রী
রোকেয়া মেডাম…

রোকেয়া মেডাম…

 

বহুবছর আগে এক পাবলিক স্কুলে একজন
ভালো শিক্ষক হিসেবে রোকেয়া মেডামের খুব নামডাক, তাঁর ক্লাশে স্টুডেন্টরা খুব মনোযোগী। আদর্শ শিক্ষক তাঁকে মোটামুটি সবাই সম্মানের চোখে দেখে…

একদিন ম্যাডাম ক্লাশ টু’র অংক নিচ্ছেন। ক্লাশে যোগ অংক শেখানোর এক পর্যায়ে এলাকার বিশিষ্ট ধনী তথা কমিটির সভাপতির ছেলেকে জিজ্ঞেস করলেন ২ যোগ ২ কত হয়? ছেলেটির উত্তর মেডাম ২ এর সাথে ২ যোগ করলে ২২ হয় মেডাম। নাহ ঠিক হয়নি ২ এর সাথে ২ যোগ করলে ৪ হয়। না মেডাম, আমিই ঠিক বলেছি ২+২=২২। ছেলেটা কোনভাবেই মানতে নারাজ ২ যোগ ২ সমান ৪ হয়।

সেদিন স্কুলের পরে, ছেলেটি বাড়ি গিয়ে তার মাকে নালিশ করলো স্কুলে মেডাম তার কথায় গুরুত্ব দেয় না। সভাপতি রাতে বাড়ি ফেরার পর মৃদু ঝড় বয়ে গেলো। তাকে বলা হলো ম্যাডাম বলেছেন ২+২=৪।
: হ্যাঁ ঠিকই বলেছে, তাতে দোষ কি?
: ও নিজের ছেলের কথার কোনও দাম নাই
তোমার কাছে। সকালেই স্কুলে গিয়ে এর
একটা বিহিত করে আসবে। মাষ্টারেরা
যেন তোমার ছেলের কথার দাম দেয়…

পরের দিন সেই বাবা স্কুলে গিয়ে হেড মাষ্টারকে মোটামুটি ঝাড়লেন, ম্যাডামকে বলেন, ছেলেকে বলুক ২+২=২২ হয়। লোকটাকে চটানো যাবেনা হেডমাষ্টার রাজি হয়ে গেলেন…

হেড মাষ্টার মেডামকে বললেন ছেলেটিকে বলেন হ্যাঁ দুইয়ের সাথে দুই যোগ করলে বাইশ হয়, কিন্তু মেডাম তাতে মোটেও রাজি হলেন না।

: আমি ভুল শেখাতে পারব না, শিক্ষক বললেন।
: তাহলে তোমার চাকুরী থাকবে না, হেড মাষ্টার
বললেন।
: তাই হোক, ঝটপট ম্যাডাম বলে দিলেন।

মহিলাকে বরখাস্ত করা হলো, হেডমাষ্টার তার পাওনা দুই মাসের বেতন দিতে রাজি হলেন।
হেডমাষ্টার বললেন, ওকে আপনার গত মাসের বেতন ২০০০ টাকা আর এ মাসের ২০০০ টাকা মোট ৪০০০ টাকা দিয়ে দিচ্ছি।
বেশ জোর গলায় মেডামের জবাব, না স্যার আপনি আমাকে ২২০০০ টাকা দেবেন, দুই আর দুই যোগ করলে বাইশ হয় স্যার।

কলম ছেড়ে হেড মাষ্টার ম্যাডামের দিকে চেয়ে আছেন, রোকেয়া ম্যাডমের মুখে এক চিলতে হাসি… সে হাসির রহস্যটা ঠিক বোঝা গেলোনা

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com