কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ চিরাচরিত প্রথা অনুযায়ী ৩১শে, মার্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তব মেয়াদ শেষ হয়েছে। এবং তার যায়গায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করতে চলেছে মাদ্রাজ হাইকোর্টের সাবেক বিচারপতি টি এস শিবজ্ঞানম। ভারতের সর্বোচ্চ আদালতের তিন সদস্যের কলোজিয়াম বোর্ডের সুপারিশ করেন ভারতের আইন মন্ত্রালয়ের কাছে এবং সেই সুপারিশ অনুসারে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন। তাকে শপথ গ্রহণ করাবেন পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী আনন্দ বোস। সেই সঙ্গে সাবেক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে সম্মান প্রদর্শন করা হবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং কলকাতা হাইকোর্টের বার কাউন্সিল এর পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে টি এস শিবজ্ঞানম তার জন্ম তামিলনাড়ুতে। এবং দীর্ঘ ২৩,বৎসর, মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ করেন। এবং ২০০৯,সালে, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান এবং ২০২১,সাল, পযন্ত মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করেন। তার তিনি আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের সব বিচারপতিরা এবং কলকাতা বার কাউন্সিল এর সভাপতি আইনজীবী অরুনভ ঘোষ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কলকাতা হাইকোর্টের সরকার পক্ষের আইনজীবী ও কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা।।