হঠাৎ করেই কিংবা এমনি এমনি করে কোন দাবি কিন্তু বাস্তবায়ন হয়ে যায়নি। এই সমাজে খাবারের আগে মাইরের পরে যাবার প্রবণতা সম্পন্ন লোকের সংখ্যাও নেহাৎ কম নয়। সাংবাদিকদের দাবি বাস্তবায়ন হওয়টা কিন্তু খুব একটা সহজ নয়। আমরা আশাবাদী সাংবাদিকদের জয় একদিন হবেই ইনশাল্লাহ। গত ১১ বছর ধরে সাংবাদিকদের স্বার্থ,অধিকার এবং মর্যাদা রক্ষায় আছি,থাকবো। কখনো পেছনে তাকাতে নেই। কে আছে কে হারিয়ে গেছে, সেটি পরের হিসেব।
এই ধরুন, জাতীয় গণমাধ্যম সপ্তাহ। এটি সকল সাংবাদিক এবং গণমাধ্যমের অস্তিত্ব বলে আমরা মনে করি। কাউকে না কাউকে কিছু একটা করার উদ্যোগতো নিতেই হবে। তাইতো, গণমাধ্যম সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ৬ বছর ধরে কাজ করে আসছে। আজ না হয় কাল, একদিন না একদিন জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতি মেলবেই। ইতিমধ্যে এই দাবির সাথে একমত পোষণ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মিডিয়া, সংগঠন এবং সাংবাদিকরা নানা কর্মসূচী পালন করে আসছেন।
১-৭ মে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৩ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত নানা কর্মসূচীর সাথে একাত্মবোধ হয়ে যারা কাজ করছেন তাদের প্রতি বিপ্লবী সালাম ও শুভেচ্ছা জানাই। সপ্তাহটি উদযাপন উপলক্ষে ইতিমধ্যে সাংবাদিক প্রশিক্ষণ, বিভিন্ন স্থানে আলোচনা সভা, প্রচার প্রচারণা, ১৪ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। যারা আমাদের এই সকল কাজের সাথে সাধ্যমত সমন্বয়, সম্পৃক্ত তাঁদেরকে মূল্যায়ন করা হবে।
আগামী ৭ মে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জেলা,উপজেলা থেকে ডিসি,ইউএনও কিংবা জেলা তথ্য অফিসারের মাধ্যমে প্রতিবছরের মতো স্মারকলিপি পাঠানো হবে। শাখাগুলোতে স্মারকলিপির কপি ইমেইল করে পাঠানো হচ্ছে। আপনার শাখায় যদি কপি না পেয়ে থাকেন তবে Jaforsbds@gmail.com ঠিকানায় ইমেইল করে অথবা কমেন্টসে/ ম্যাসেঞ্জারে ঠিকানাটি আজই পাঠিয়ে স্মারকলিপির কপিটি সংগ্রহ করতে পারেন।
আগামী ৭ মে রবিবার আপনার শাখা থেকে একযোগে স্মারকলিপি পাঠানো হবে। আপনিও আপনার জেলা/উপজেলা থেকে স্মারকলিপি পাঠিয়ে সাংবাদিকদের দাবি আদায়ে সহযোগি হতে পারেন।
আগামী ২০ মে গণমাধ্যম সপ্তাহের ঢাকার আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাতে চাই। আপনার / আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
বি:দ্র: গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিশেষ ম্যাগাজিন মিডিয়া ক্যানভাসের জন্য যারা লেখা দিতে চান তাদের লেখা ইমেইলে পাঠাতে পারেন।
আপনাদেরই নিত্য শুভাকাঙ্ক্ষী
আহমেদ আবু জাফর
চেয়ারম্যান
ট্রাস্টি বোর্ড
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
নিবন্ধন নং ০৬/২০২২