মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
নকলায় অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

নকলায় অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

 

নকলা প্রতিনিধি:

শেরপুর জেলাধীন নকলা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আনোয়ার হোসেন (২৫) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের খারজান নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গনপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান আবুল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত আনোয়ার হোসেন দুপুরের দিকে ব্যাটারিচালিত অটোরিক্সা চার্জ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় জেলার বয়ড়া পরানপুর জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের আনসার আলীর পুত্র।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার জানান, আমরা ইতিমধ্যে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেনের নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিহতের সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী যথাযথ আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com