নিয়ামুল ইসলাম , ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলা জুড়ে কেরাম বোর্ড ও লুডু খেলার নামে দিবারাত্রী চলছে রমরমা জুয়ার আসর। এতে বিরক্ত বোধ করলেও খেলোয়ারদের পারিবারিক অসচেতনতার কারনে মুখ খুলতে নারাজ স্থানীয় সুশীল সমাজ।
সরেজমিনে দেখা যায়, ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে ও পৌরসভা এলাকার বিভিন্ন চা ষ্টলের ছত্রছায়ায় দিবারাত্রি টাকার বাজিতে চলছে কেরাম ও লুডু নামক জুয়া। বোর্ডের আসর গুলোতে উঠতি বয়সী যুবকদের আনাগোনা বেড়েই চলছে। বিশেষ করে ১৫ থেকে ২৫ বছর বয়সীরা মত্ত রয়েছে হাজার হাজার টাকা বাজির এ জুয়া খেলায়। দেখা যায় উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু, বোমগারা বাজার, ফরিদপুর পীড়াপাট গ্রাম, বেড়েরবাড়ী গ্রামের কাতলাহার বাজার, বাবু বাজার, নিমগাছি বাজার, নান্দিয়ার পাড়া চার মাথা, সোনাহাটা বাজার, জয়সিং বটতলা ও নদীর ঘাট, ধামাচামা বাজার, সাতবেটি বাজার, মাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, শিয়ালি বরইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, কালের পাড়া ইউনিয়নের রামনগর বাজার, কান্তনগর বাজার, কাদাই বাজার, কালের পাড়া বাজার, আড়কাটিয়া বাজার, আনারপুর দহপাড়া, আনারপুর নতুন বাজার, চিকাশী ইউনিয়নের চাপড়া বাজার, ঝিনাই বাজার, জোড়শিমুল বাজার, চিকাশী মফিজ মোড়, মোহনপুর বাজার, গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া, বড়বিলা বাজার ,নাটাবাড়ী মোড়, নাটাবাড়ি বাজার,,জোড়খালী বাজার,হাফেজ খানা সংলগ্ন, ছোটদিয়ার বাজার, গোসাইবাড়ী বাজারের বিভিন্ন ষ্টলের ভিতরে লক্ষ্য করা যায়, ভান্ডারবাড়ি ইউনিয়নের স্পার এলাকার বিভিন্ন ষ্টলের পিছনে, মথুরাপুর বাজার, যুগিগাঁতী, পেঁচিবাড়ী বাজার, পাঁচথুপী বাজার, ধুনট পৌরসভা ও সদর সহ প্রত্যেক ইউনিয়নে কেরাম বোর্ডের নামে জুয়া বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খেলোয়ারদের অভিভাবকদের কোন প্রতিক্রিয়া দেখা না গেলেও সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশাসনিক ভাবে পদক্ষেপ গ্রহন না করায় কেরাম বোর্ডের নামে জুয়ার আসর দিন দিন বেড়েই চলছে বলে মন্তব্য করলেও অভিভাবকদের অসচেতনতাকেও দায়ী করেন স্থানীয় অনেকে।