আশরাফপুরে শিক্ষা উদ্বুদ্ধকরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুরে আশরাফপুর স্টুডেন্ট’স্ এসোসিয়েশন (আশা) এর উদ্যোগে শিক্ষা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জুন) আশরাফপুর গ্রামের ফুটবল খেলার মাঠ প্রঙ্গনের মুক্ত মঞ্চে বিকাল ৪ টার সময় অনুষ্ঠান শুরু হয়। সংবর্ধনা প্রস্তুত কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দীন আহমেদ, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ইয়াসনবী, গ্রামের প্রবীণ শিক্ষক আবুল কালাম আজাদ ও মোঃআবুল হায়াত।
আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ওসমান গনি, উপ-বিভাগীয় প্রকৌশলী খায়রুল বাশার, প্রভাষক ইসমাইল হোসেন, বরিশাল বিকেএসপির বাংলার প্রভাষক ইলিয়াস হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সাংসদের সাবেক উপ-পাঠাগার সম্পাদক এম আর মুকুল। এছাড়াও গ্রাম থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা সহ গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চলনার দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন ও পূজা।
এসময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিবৃন্দ সহ সকলে বক্তব্য দিয়ে তাদের মতামতকে তুলে ধরেন। সেইসাথে গ্রামকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কথা বলেন। গ্রামের সমস্যা নিয়ে কথা বলেন এবং কিভাবে সমাধান করা যায় এই বিষয়ে মতামত দেন।
অনুষ্ঠান শেষে আশরাফপুর গ্রামের পিএসসিতে টেলেন্টপুল বৃত্তিপ্রাপ্ত, এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় চলতি সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন বলেন, এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমি চাই প্রতি বছর এমন অনুষ্ঠানের আয়োজন করা হোক এবং এই অনুষ্ঠান করার জন্য আমি সার্বিক সহযোগিতা করব।