রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয় বলেছেন সড়কের পাশে জনসাধারণের চলাচলের জায়গা ফুটপাত দখল করে অবৈধ কোন স্থাপনা করা যাবেনা। আর ফুটপাতে যারা স্থাপনা তৈরি করেছেন তাদের দ্রুত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করেন।
পুলিশ সুপার মহোদয় ০৪ জুলাই ২০২৩ খ্রি: কোতয়ালী থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশিং এবং সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, রাঙ্গামাটি একটি পর্যটনের শহর। তাই এই শহরকে অত্যাধিক পর্যটক বান্ধব গড়ে তুলতে সড়কে শৃঙ্খলা নিয়ে আসার কোন বিকল্প নাই। তাছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়কে শৃঙ্খলা আনতে গাড়ী চালক এবং জনসাধারণকে আরো সচেতন হতে হবে। সড়ক পরিবহন আইন মেনে চলতে হবে। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যতীত এবং মাত্রাতিরক্ত গতিতে কোন গাড়ি চালানো যাবে না এতে করে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
পুলিশ সুপার মহোদয় বলেন, ঈদ পরবর্তী সময়ে রাস্তা ফাঁকা থাকায় অনেক গাড়ি চালক অতিরিক্ত বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে সড়কে দুর্ঘটনা ঘটে। যার প্রেক্ষিতে অনেক প্রাণহানি হয়। এবার রাঙ্গামাটি জেলা পুলিশ ঈদ পরবর্তী সময়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিষয়ে সড়কে নিয়মিত মনিটরিং করার ফলে রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনার কোন সংবাদ পাওয়া যায়নি।
সভা শেষে পুলিশ সুপার মহোদয় সড়কের পাশে ফুটপাতে গড়ে উঠা স্থাপনা পরিদর্শন করেন এবং তাদের অবৈধ স্থাপনা দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতে অনেুরোধ জানান। এসময় মোটরসাইকেল যত্রতত্র পার্কিং না করার জন্য মোটরসাইকেল আরোহীদের অনুরোধ জানান পুলিশ সুপার মহোদয়।
রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটি এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন এর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি পৌরসভার সম্মানিত মেয়র জনাব মো: আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অটোরিক্সা সমিতির নেতৃবৃন্দ ও গাড়ীচালকগণ উপস্থিত ছিলেন।