চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক,একুশে পত্রিকার সম্পাদক, লেখক ও গবেষক আজাদ তালুকদারের (৪৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামানা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, আজাদ তালুকদার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সাহসী সাংবাদিক ছিলেন। তাঁর লেখনি ছিল সত্য এবং ন্যায়ের পক্ষে।আমৃত্যু অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আজাদ তালুকদারের অকাল প্রয়াণ সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে জন্মগ্রহণ করা একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার ১৯৯৫ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। কর্মজীবনে তিনি একাত্তর টিভি, বৈশাখী টিভি, একুশে টিভি, আন্তর্জাতিক ফিচার সংস্থা সান ফিচার সার্ভিসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
উল্লেখ্য, আজাদ তালুকদার দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে আজ ভোর বেলা ঢাকাস্থ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।