কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্বে অতি সাধারণ গরীব মানুষের মধ্যে বর্ষার ছাতা তুলে দিলেন ক্যানিং পূর্বে র তৃনমূল দলের নেতৃত্ব। এদিন পশ্চিম বাংলা র তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান এবং ক্যানিং পূর্বে র বিধায়ক জননেতা শওকত মোল্লা র নির্দেশ মেনে গরীব লোকদের কাছে ছাতা পৌঁছে দেন ক্যানিং পূর্বে র সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোক্তার মোল্লা এবং সিকান্দার সেখ, তৃনমূল দলের নেতা জনাব সাদেক হোসেন ও স্থানীয় তৃনমূল দলের নেতৃত্ব। আজকের এই সভায় প্রায় ১৮,টি, অঞ্চল এর শতাধিক মানুষ এর মধ্যে ছাতা দেওয়া হয়। আগামী দিনে জনসমাজে র মধ্যে উন্নয়ন মূলক বিকাশের ক্ষেত্রে কাজ করে যাবেন বলে জানানো হয়।।