মোতালেব বিশ্বাস, ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুইটি বিভাগে চারজন শিক্ষক নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া তিন জন ডাক্তার ও চার জন ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
গতকাল ২৬১তম সিন্ডিকেট সভায় তাদের এ নিয়োগ দেয়া হয়৷ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী রেহনুমা তানজিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসুল করিম। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাথি খাতুন ও মাসুদ রানা।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ডাক্তার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনজন। সিনিয়ার মেডিক্যাল অফিসার পদে মো. আল মামুন এবং মেডিক্যাল অফিসার পরে তাহমিনা আফরিন ও জিহান আফরিন।
প্রকৌশল অফিসে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন চার জন। সিভিল ইঞ্জিনিয়ার পদে সোহাগ ইসলাম সাগর, প্রসেনজিৎ কুমার, রাজিব হোসেন ও বিদ্যুৎ ইঞ্জিনিয়ার পদে এস. এম. ইশতিয়াক।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।