মহা অষ্টমীতে সাতক্ষীরার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক।
রবিবার রাত ৮ টায় পুরাতন সাতক্ষীরার মা’য়ের বাড়ি কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি মঈনুল হক পূজা আয়োজক কমিটি ও পূজা মন্ডপে আগত পূণ্যার্থী,ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় রেঞ্জ ডিআইজি সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে পালন করার জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, ডিআইও ওয়ান মোঃ ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিদুল ইসলাম,
জেলা মন্দির কমিটি উপদেষ্টা শ্ৰী বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির কমিটির সভাপতি এডঃ সোমনাথ ব্যানার্জি, সাধারণ সম্পাদক শ্রী নিত্যানন্দ আমিন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।—————–