কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় সেবা ফাউন্ডেশনের উদ্যোগে টগরাহাট রেল স্টেশন থেকে তিস্তা পর্যন্ত আনুমানিক ৩ হাজার তাল বীজ রোপণ করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সহ – সভাপতি জিয়াউর রহমান (মন্ডল তারা) , রাজারহাট উপজেলা ইউনিটের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসাহী ও সমাজসেবক এটিএম ফিরোজ মন্ডল, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ এনামুল হক, রাজারহাট ইউনিটের সভাপতি মোহাম্মদ আলী মন্ডল (এটম), সাধারণ সম্পাদক শান্ত পাটোয়ারী সহ উক্ত ইউনিটের সদস্য নাহিদ ইবনে জামাল,শরিফুল, খাইরুল, নম্র, রঙ্গন, সিয়াম, আরিফ, হিরন প্রমূখ।
উক্ত তাল বীজ রোপণ কর্মসূচি সম্পর্কে কেন্দ্রীয় কমিটির সহ – সভাপতি জিয়াউর রহমান মন্ডল (তারা) সাংবাদিদের বলেন- বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ সেবা ফাউন্ডেশন দেশজুড়ে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় ১ম ধামে তিস্তা থেকে বুড়িমারী পর্যন্ত রেললাইনের দুইধারে সবুজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ২০ হাজার তাল বীজ রোপণ করেছি আমরা , ২য় ধাপে কুড়িগ্রামের টগরাইহাট থেকে তিস্তা রেল স্টেশন পর্যন্ত রেল লাইনে দু’ধারে ৩ হাজার তাল বীজ রোপণ করি।
রাজারহাট ইউনিটের সভাপতি মোহাম্মদ আলী মন্ডল এটম বলেন – আমরা তাল বীজ রোপণ করেই ক্ষান্ত থাকবো না, প্রতি মাসেই এই তাল বীজ গুলোর খোঁজ খবর রাখবে আমার স্বেচ্ছাসেবী বৃন্দ। আসুন আমরা এই পৃথিবীকে সবুজে সবুজে ভরে তুমি।
উক্ত তাল বীজ রোপণ কর্মসূচি সম্পর্কে সুধী সমাজের পক্ষে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের উপাধ্যক্ষ মোঃ সাজেদুর রহমান মন্ডল চাঁদ বলেন, এই তাল বীজ গুলো যখন বড় হবে তখন রাজারহাটের শোভাবর্ধক করবে এবং এই তালগাছ বজ্রপাত থেকে রাজারহাটকে রক্ষা করবে বলে আমরা মনে করি।