বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ অপরাহ্ন

ভারতীয় নৌবাহিনীর প্রধান হলেন এডমিরাল রাজেশ ধনকর।

ভারতীয় নৌবাহিনীর প্রধান হলেন এডমিরাল রাজেশ ধনকর।

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আজ ভারতের সামরিক বাহিনীর নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করার ভার নিলেন এডমিরাল রাজেশ ধনকর। তিনি সাবেক ভারতীয় নৌবাহিনীর প্রধান এডমিরাল গুরুচরণ সিঙ এর যায়গায় আসলেন। আজকের ভারতের বিশাখাপত্তনম জাহাজ বন্দরে তার হাত থেকে দায়িত্ব নিলেন বর্তমান নৌবাহিনীর প্রধান এডমিরাল রাজেশ ধনকর। এই খবর দিয়েছে ভারতের নৌবাহিনীর পক্ষ হতে। তিনি বর্তমানে ভারতীয় মহাসাগরের তীরে অবস্থিত বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায় ভারতীয় নৌবাহিনীকে আরও মজবুত করার লক্ষ্যে কাজ করবেন। তিনি ভারতীয় উপমহাদেশের শান্তি ও ভারতের উপকূল বরাবর এলাকায় বিদেশী শক্তির হাত থেকে ভারতকে রক্ষা করতে সবধরনের সহায়তা করবেন। এডমিরাল রাজেশ ধনকর বললেন ভারতের নৌবাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের নিয়ে ভারতের নৌবাহিনীর বিভিন্ন অঞ্চলের প্রধানদের সাথে মিলিত হবেন বলে উল্লেখ করেন। ভারতের নৌবাহিনীর প্রধান এডমিরাল রাজেশ ধনকর বললেন ভারতের বিরুদ্ধে কোন দেশ যাতে গোপন চোরাচালান ও নকশতামূলক কাজ করতে না পারে তার জন্য সবধরনের চেষ্টা চালাবেন।।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com