১৯৪৭ সালের দেশভাগের পর রংপুর জেলার অধীন রৌমারী শাখা পোস্ট অফিস প্রথম স্থাপিত হয়। ২৮ মে ১৯৬৬ খ্রী: তারিখে রৌমারী শাখা পোস্ট অফিসটি সাব-পোস্ট অফিসে উন্নীত করা হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার মুক্ত রৌমারীতে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে রৌমারী সাব -পোস্ট অফিসের কার্যক্রম শুরু করা হয়। তখন তদানীন্তন সাব-পোস্ট অফিসে সাব -পোস্ট মাস্টার হিসেবে দ্বায়িত্ব পালন করেন জনাব মোঃ অহিদ মাবুদ। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পোস্ট অফিসের পোস্ট বক্স, বিভিন্ন সিলমোহর, তৎকালীন টেলিফোন ও অন্যান্য সামগ্রী রাখা আছে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিনিদর্শন হিসেবে ঐতিহাসিক ডাকঘরটি আজ ও রৌমারীর বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে।
স্বাধীনতা যুদ্ধের সময়কালে রৌমারী সাব-পোস্ট অফিসটি রৌমারী সদর এবং ১. রাজিবপুর ২. যাদুরচর ৩. টাপুরচর ৪. দাঁতভাঙা ৫. শৌলমারী ৬. গেন্দার আলগা এই ০৬(ছয়) টি শাখা ডাকঘরের মাধ্যমে অত্র এলাকার জনগনকে ডাক সেবা প্রদান করেছে।
পোস্ট মাস্টার জেনারেল, রাজশাহী সার্কেলের বিগত ০৫ জুন ১৯৮৪ খ্রি: তারিখের আদেশ বলে রৌমারী সাব-পোস্ট অফিসটিকে রৌমারী উপজেলা পোস্ট অফিসে উন্নীত করা হয়। তদানীন্তন ১৯৪৭ সালে এবং তদপরবর্তী সময়ে পোস্ট মাস্টার সাহেবের ব্যবহ্রত একটি বাইসাইকেল ( যাতে বাইসাইকেল এর হ্যান্ডেলে খোদাই করে লিখা আছে মৌলভী মোঃ হাবিবুর রহমান, ফলুয়ার চর, রৌমারী) । ইহা হতে বুঝা যায় হাবিব সাহেব এই ডাকঘরের প্রথম কর্তাব্যাক্তি ছিলেন। বর্তমানে এই ডাকঘরের পোস্ট মাস্টার হিসেবে জনাব মুহাম্মদ আল আমিন সাহেব কর্মরত আছেন।
সংকলনেঃ কুড়িগ্রাম জেলার Asp মমিনুল ইসলাম।