দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে প্রকারভেদে ২৫ থেকে ৩০ টাকা। গত এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়। একই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ কেজি দরে।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে ফুলবাড়ী পৌর সবজি বাজারে আসা কলেজশিক্ষক আজিজুর রহিম বলেন, গত সপ্তাহে ৫০ টাকা কেজি দরে ভালো মানের পেঁয়াজ দুই কেজি কিনেছিলাম। কিন্তু আজ (শনিবার) বাজারে এসে দেখি একই পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।
পেঁয়াজ কিনতে আসা হোটেল মালিক উজ্জ্বল মহন্ত বলেন, প্রতি সপ্তাহে তার অন্তত এক মণ পেঁয়াজ লাগে হোটেলের ব্যবসায়। গত সপ্তাহে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারলেও এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। দাম বাড়ার কারণে চাহিদানুযায়ী এক মণ পেঁয়াজ না নিয়ে নিয়েছেন ২৫ কেজি। সব কিছুতে একটু কম কম পেঁয়াজ দিয়ে দাম কমা পর্যন্ত চালিয়ে নিতে হবে।