কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলামের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদ এবং অধ্যক্ষের অপসারনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থীদের আয়োজনে রবিবার( ৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কলেজের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে কালিগঞ্জ সরকারী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিগ্রী ১ম বর্ষের ছাত্র তুহিন জাহাঙ্গীর, ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র শুভ ঘোষ, ডিগ্রী ১ম বর্ষের ছাত্র আরিজুল ইসলাম, এইচ এস সি ২য় বর্ষের ছাত্র শফিকুল ইসলাম, ১ম বর্ষের ছাত্র ফরিদুল ইসলাম, ডিগ্রীর ছাত্র মিজানুর রহমান প্রমুখ। বক্তারা কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ জি এম রফিকুল ইসলামের পদত্যাগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য যে, কালিগঞ্জ সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যক্ষ গাজী রফিকুল ইসলামের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়ায় ধ্রুমজালেরর সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুততম সময়ে নিস্পত্তি না হলে যে কোন মুহুত্তে ব্যাপক সংঘর্ষের আশংকা করছেন উপজেলা এলাকার সচেতন ব্যাক্তিবর্গ।