মোঃ আবু তৈয়ব।।
রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন “হিল সার্ভিসের” উদ্যোগে প্রতি বছরের ন্যায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হিল সার্ভিসের প্রতি বছরের ন্যায় শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগটি অনেক সুন্দর । স্বেচ্ছাসেবীরা রাঙ্গামাটির বিভিন্ন দরজায় গিয়ে গিয়ে কষ্ট করে যেভাবে প্রকৃত অসহায়দের তালিকা করেছেন তা সত্যিই প্রসংসনীয়। তিনি অত্র সংগঠনের ভূয়সী প্রসংসা করেন এবং অত্র সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ মাসুদ রানা রুবেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি জনাব মিনারা বেগম । ২৯ জানুয়ারি সোমবার বিকাল ৪:০০ ঘটিকায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্হ ২ নং পাথর ঘাটার মোঃ নোমান এর বাস ভবনে আয়োজিত দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হিল সার্ভিসের সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা বেগম ,সহ-সভাপতি ছলিমা আক্তার মুন্নি, সহ-সভাপতি রবীন্দ্রনাথ মাষ্টার, জেলার শ্রেষ্ঠ ইমাম সনদ প্রাপ্ত মাওলানা শফিউল আলম আল কাদেরী , অত্র সংগঠনের সম্পাদক এবং সদস্যরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, আজ থেকে প্রতিদিন রাতে অত্র সংগঠনের স্বেচ্ছাসেবীরা বের হয়ে ফুটপাতে ঘুমানো, শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই এমন অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।