হৃদয় গহীনে বাস যার, সে তো
হাজার বছরের অনাবৃষ্টিতে
কখনও সবুজ ঘাস হয়ে ওঠে না।
যেদিন চোখে অঝোর ধারায়
ভরা বরষা নামলো, নোনাজল
একটুও তাকে ভেজায় নি।
গুমরে কান্নাগুলো কখনও
তার দেয়ালকে কখনও
একটুও নাড়ায় না।
যার লাগি অন্তর পুড়ে
সে নাকি কখনও
একটুও পোড়ে নি।
ঠাঁই চেয়ে নিয়ে
অন্তরও মাঝে
এ কেমন কথা রাখা হলো?
লেখকঃ হাসান হাফিজুর রহমান।