রবিবার (৩ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলনটি শুরু হয়, যা শেষ হবে আগামী বুধবার।
শেখ হাসিনা বলেন, ‘এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে’, উল্লেখ করে তিনি বলেন, ‘এবার তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।’
জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘রমজানে নজর দিতে হবে, যেন ভোক্তারা হয়রানির শিকার না হয়।’ রমজানে কিছু কিছু ব্যবসায়ী মজুদদারী করে মুনাফা নিতে না পারে। সেদিকে সজাগ থাকতে পারে। কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে কঠোর আইন প্রয়োগ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন।