আজ ২৫ জুন ২০২৪ খ্রিঃ, ১১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকায় লাল ফিতা কর্তন এবং নামফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কেএমপি, খুলনার পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মান্যবর ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়। অত:পর খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল আইজিপি মহোদয়কে হাউস গার্ড সালামী প্রদান করেন।
নগরীর খালিশপুর থানাধীন পুলিশ অফিসার্স মেসের শুভ উদ্বোধন শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ পুলিশের মান্যবর ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয় কেএমপি, খুলনার পুলিশ অফিসার্স মেস নির্মাণ কাজের জন্য এবং পুলিশ বাহিনীকে দক্ষ, যুগোপযোগী স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, খুলনা মহানগরীতে দৃষ্টিনন্দন এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পুলিশ অফিসার্স মেস উদ্বোধনের মধ্যদিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশ অফিসার্সদের আবাসন ব্যবস্থাপনা উন্নত হয়েছে। এর মধ্যদিয়ে কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং সরকারী সফরে খুলনা মহানগরীতে আগত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ আরো নিরাপদ পরিবেশে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবে।
এ সময় কেএমপির পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা; খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোছাঃ তাসলিমা খাতুন-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।