ঠাকুরগাঁও: পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা সাবেক বিডিআর সদস্য মোতাহার হোসেন মানিক (৩৬)। ১৬ বছর পর শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি ফেরেন তিনি।
দীর্ঘদিন পর মায়ের কোল ফিরে পাওয়া মানিককে দেখতে এদিন ভিড় করেছিল তার আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব।
১৬ বছর আগে মানিক বিয়েও করেছিলেন।
বিয়ের তিনদিন পর ফিরেছিলেন নিজ কর্মস্থলে। কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়।