আজ ২৪ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার যৌথ উদ্যোগে জরুরী মূহুর্তে অগ্নি নির্বাপন ও প্রতিরোধমূলক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার পক্ষ থেকে আগুনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, আগুন লাগার কারণ, আগুন নেভানো ও আগুন থেকে নিজেকে রক্ষার কৌশল, এক্সটিংগুইসার পরিচালনা, বাসা-বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর সহজ কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বাস্তবে আগুন নেভানোর কৌশলও হাতে কলমে শেখানো হয়।
উক্ত মহড়ায় কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (আরও, অতিঃ দায়িত্বে ফোর্স) জনাব গোপীনাথ কানজিলাল এবং ওয়্যার হাউজ ইন্সপেক্টর জনাব মোঃ নাজমুস সাদাত-সহ বিভিন্ন পদমর্যদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।