বিশিষ্ট সাংবাদিক এনামুল হকের বাবার ২০ তম মৃত্যু বার্ষিকী ঝালকাঠি জেলার রাজাপুর থানার শুক্তাগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক শুক্তাগড়ের কৃতি সন্তান মরহুম আঃ বারেক হাওলাদার এর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে আজ রবিবার। ২০ বছর আগে ১৯৯৯ সালের ১০ই নভেম্বর ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তাকেঁ তারঁ গ্রামের বাড়ি নারিকেলবাড়িয়ায় সমাহিত করা হয় তিনি দির্ঘদিন এলাকার জনপ্রতিনিধি ও এক জন ন্যায় পরায়ন বিচারক সালিশদার হিসেবে শুপরিচিত ছিলেন এবং তারঁ বিচার কার্যে এলাকায় অতুলনি শুক্ষ্যাতি রয়েছে তার, মৃত্যু কালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহরেখে যান।
মরহুমের ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাদ আছর মরহুমের নিজ বাড়িতে কুরআন তিলোয়াত ও দোয়া মাহফিল করা হয়েছে। তার মাগফিরাতের জন্য মরহুমের ছোটো মেয়ে প্রধান শিক্ষক মোসাঃ রুখসানা ইসলাম ও ছোটো ছেলে বিশিষ্ট সাংবাদিক মোঃ এনামুল হক দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।