মোঃ মনির হোসেন শাহীন :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাঁচ দিনব্যাপী শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর সহকারী পরিচালক আলী আকবর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আওয়াল, প্রেস ক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন ও হোপ নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ও নবীনগর স্থানীয় এনজিও হোপের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ শেষে আগামী ১৭ মার্চ একযোগে এ উপানুষ্ঠানিক শিক্ষার পাঠদান কার্যক্রম শুরু হবে।