হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়ে মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে সম্মিলিত বিশেষ অভিযান কম্বিং অপারেশন-২০২০ পরিচালনা করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেলা ১১ টা হতে কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী নদীসহ অন্যান্য নদীতে অভিযান চালিয়ে ১০ টি বেহুন্দী জাল উদ্ধার করে। পরে বেলা ২ টায় কালিগঞ্জ ডাকবাংলা মোড়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, ক্ষেত্র সহকারি তরিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী উজ্জাল কুমার অধিকারি, লিফটের কর্মী গোলাম মোস্তফা ও রজব আলী। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ৭ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারি ও দ্বিতীয় ধাপে ২১ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত উপজেলা টাস্ককোর্স কমিটির কম্বিং অপারেশন অনুষ্ঠিত হবে।