লিটন মাহমুদ : স্টার প্লাস কমিউনিকেশন এ্যাওয়ার্ড পেল মুন্সীগঞ্জর মেয়ে সাংবাদিক ও সংগীত শিল্পী লাবনী]
গতকাল ২৪ জানুয়ারী প্যান প্যাসিফিক সানারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় গেল স্টার প্লাস কমিউনিকশন এ্যাওয়ার্ড ২০২০। জমকালা এ অনুষ্ঠান সংগীত আজীবন সম্মাননা পান লালন সমাজ্ঞী স্বনামধন্য কন্ঠশিল্পী ফরিদা পারভীন। একই সময় সংগীত সম্মাননা পান মুন্সীগঞ্জর মেয়ে সাংবাদিক ও সংগীত শিল্পী সোনিয়া হাবিব লাবনী। আÍর্জাতিক খ্যাতিসম্পন কিংবদন্তী সংগীত শিল্পী রুনা লায়লা প্রধান অতিথি হিসাব উপস্থিত থেকে সম্মাননা প্রাপ্তদের উত্তরীয় পড়িয়ে সম্মাননা স্মারক তুলে দেন। স্টার প্লাস কমিউনিকশন ঢাকার উপদষ্টা মো: শহীদুল ইসলামর সভাপতিত্ব অনুষ্ঠান বিশষ অতিথি ছিলন বাংলা টিভির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান নিশাদ দস্তগীর। এছাড়া অন্যান্যর মধ্য সম্মাননা পান মোহাম্মদ নূরুল মাস্তফা, টিভি পরিচালক মুহম্মদ মাস্তফা কামাল রাজ, অভিনয় ইরফান সাজ্জাদ, নাজিয়া হক অর্ষা। সংগীত সোহেল মেহেদি, লাপা হাসাইন। নৃত্য সোহেল রহমান, ডা: তমা দাস। সংবাদ পাঠক শামসউজজাহা, ফারজানা রফিক বাবলী। উপস্থাপনায় ফয়জুল্লাহ সাঈদ রুমানা আফরাজ। বিজ্ঞাপন ইমরান খান, মারিয়া মিম। বিশেষ জুড়ি এাওয়ার্ড অভিনয়(চলচিত্র) অমতা খান, অভিনয়(টলিভিশন) সারিকা সাবাহ। সংবাদ পাঠক মাহিন সাবিন রাফি পুটুসী, ভাবনা আহমদ। নিত্য সাদিয়া জাহিন সাজিন, সংগীত ইলমা বখতয়ার। পর মনোজ্ঞা সাং¯তিক অনুষ্ঠান সংগীত পরিবশন করেন ফরিদা পারভীন, ফেরদৌস ওয়াহিদ, মোহাম্মদ নূরুল মাস্তফা, সোহেল মেহেদি, লোপা হাসাইন, ইলমা বখতিয়ার প্রমুখ।