হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে ফুলতলা সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ইউনুচ আলী কাঁচা বাজার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী) বিকাল ৪ টায় ফিতা কেটে ও ফলক উন্মোচন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ-সভাপতি সাঈদ মেহেদী। কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরীম আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ আল্লার দান মৎস্য আড়ৎ এর সাধারণ সম্পাদক আফসার আলী সরদার, উপজেলা সহকারী প্রকৌশলী শামিম আহমেদ প্রমূখ। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ম্যানেজার নূর মোহাম্মদ, কুশুলিয়া ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের সদস্য শেখ রফিকুল বারী রফু, ২নম্বর ওয়ার্ড সদস্য শেখ খাইরুল আলম, ফুলতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ব্যবসায়ী শাহজাহান আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীমন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ। প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন ও উৎপাদনে বিশ্বাসী। আমি সকলের সাথে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে চাই। আপনারা জানেন দীর্ঘদিন পরে কালিগঞ্জ ফুলতলা বাজার ব্যবসায়ীদের নতুন চাঁদনীর মাধ্যমে ব্যবসা শুরু করতে পেরে তারা আনন্দিত। বাজারের সার্বিক রক্ষণাবেক্ষণে বাজারকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।ব্যবসায়ী মনোভাব নিয়ে সমবায় ভিত্তিক ব্যবসা গড়ে তুলতে হবে। কাঁচা বাজারে তরকারী, মাছ, মাংস’র পাশাপাশি দুধ মার্কেট গড়ে তোলা হবে। সকল ভেদাভেদ ভুলে বাজারের ব্যবসায়ীদের লটারির মাধ্যমে জায়গা দেয়া হবে।