মোঃলিটন মাহমুদ : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজারে অবৈধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
বুধবার(৫ ফেব্রুয়ারি)সকাল ৭টার দিকে দিঘীরপাড় বাজার মৎস্য আড়তের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩০ কেজি অবৈধ জাটকা ইলিশ জব্দ করা হয়।পরে উপজেলা মৎস্য কর্মকর্তাগণ জব্দকৃত অবৈধ জাটকা ইলিশ স্থানীয় ৫টি মাদ্রাসায় বিনামূল্যে বিতরণ করেন। মাদ্রাসা গুলো হচ্ছে, মিতারা আশরাফুল উলূম মাদ্রাসা,
আল- জামি`আতুল মাহমুদিয়াতুল আশ্রাফিয়া সেরাজাবাদ মাদ্রাসা,কামাড়খাড়া হিফজুল কুরআন নুরানী মাদ্রাসা,মাদানী কমপ্লেক্স এবং উত্তর বেহারকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোডিং।
এসময় উপজেলা মৎস্য অধিদপ্তর জনসচেতনতামূলক
মাইকিং ও সভা করে জেলে,ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করে বলেন,আড়ৎ গুলোতে যেনো কোনো রকম অবৈধ জাটকা ইলিশ বিক্রয় করা না হয়।সভা ও মাইকিং-এ জনসচেতনতামূলক আরও বলা হয়-২৫ সেঃমিঃ বা এর চেয়ে ছোট আকারের ইলিশের পোনা,কিশোর ইলিশ বা ছোট ইলিশকেই জাটকা বলে। এ জাটকা ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস ক্রয় -বিক্রয় পরিবহন,
বিনিময় মজুদ এবং নিজের অধিকারে রাখা আইনত দন্ডনীয় অপরাধ। এ আইন ভঙ্গকারীর শাস্তি কমপক্ষে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ড। আসুন জাটকা নয় বড় ইলিশ আহরণ করি – সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।
এ অভিযানে সার্বিক সহায়তা করেন দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
এ ব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জাকির হোসেন মৃধা জানান,আজ ভোর ৭টার দিকে জাটকা ইলিশ রক্ষায় দিঘীরপাড় বাজারে অভিযান পরিচালনা করা হলে দিঘীরপাড় আড়তের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩০ কেজি অবৈধ জাটকা ইলিশ জব্দ করা হয়।পরে জব্দকৃত ইলিশ গুলো স্থানীয় ৫টি মাদ্রাসায় বিনামূল্যে বিতরণ করা হয়