ঝালকাঠি ৬ মার্চ ২০২০: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার প্রচার সম্পাদক ইমাম হোসেন বিমানের বাবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নবগ্রাম মডেল হাই স্কুল মাঠে সাংবাদিক বিমানের বাবা মরহুম আ: ছোবাহান মিয়ার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, কোষাধ্যক্ষ এইচএম গিয়াস উদ্দিন, নির্বাহী সদস্য মো: মাসুম খান, সাংবাদিক মো: মনির হোসেন, মো: নুরুজ্জামান, ঝালকাঠি নাগরিক ফোরমের যুগ্ম সম্পাদক ডা: জহিরুল ইসলাম বাদল, ঝালকাঠি নাগরিক ফোরামের নবগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মশিউর রহমান বুলু প্রমুখ।
এছাড়াও এলাকার গন্যমান্য ও ধর্মপ্রাণ মুসল্লিগণ জানাযায় অংশ গ্রহন করেন। জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমকে চির নিদ্রায় শায়িত করা হয়। মরহুম আ: ছোবাহান মিয়া ৩ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।