আল ইমরান,অনলাইন ডেস্কঃ
মুজিববর্ষ উপলক্ষে “চেতনায় মুজিব হৃদয়ে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হলো”বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব”
খুলনা বিভাগের ১০টি জেলার ১২টি আবৃত্তি সংগঠনসহ মোট ৩২ টি আবৃত্তি সংগঠন এই আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করেছে।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমী আয়োজিত এ উৎসবে জয়ন্ত চট্টোপাধ্যায়, মুহিদুল ইসলামের মত দেশ বরেণ্য আবৃত্তি শিল্পীরা কবিতা আবৃত্তি করেন। আবৃত্তি উৎসবে কবিতা আবৃতি করে উপস্থিতিদের মন ছুয়ে যান জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল
গতকাল শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সহ অন্যান্যরা।