বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে হঠাৎ ফাঁকা আরাভ জুয়েলার্স, কাজ শুরু করেছে বাংলাদেশ-ভারত-দুবাই
বাংলাদেশের বন্দরে শনাক্ত হয়নি ভাইরাস , আক্রান্তরাই হটলাইনে যোগাযোগ করে উপসর্গ জানান।

বাংলাদেশের বন্দরে শনাক্ত হয়নি ভাইরাস , আক্রান্তরাই হটলাইনে যোগাযোগ করে উপসর্গ জানান।

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে শনাক্ত হওয়া করোনা আক্রান্তদের কোনো উপসর্গ বিমান বন্দরের থার্মাল স্ক্যানারে ধরা পরেনি। বরং তারা নিজেদের মাঝে করোনার উপসর্গ টের পেয়ে আইইডিসিআর’র হটলাইনে যোগাযোগ করে নিজেদের ব্যাপারে তথ্য দিয়ে জানান।

রোববার এক ব্রিফিংয়ে এমন তথ্য দেন আইইডিসিআর এর মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, তারা বাসায় এসে নিজেদের মাঝে রোগের উপসর্গ টের পেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করে নিশ্চিত হই যে তারা করোনা আক্রান্ত হয়েছেন।

আইইডিসিআর জানায়, শনাক্তদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। তারা হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন। শনাক্তদের মধ্যে দুজন ইতালি থেকে এসেছিলেন আর একজন পরিবার থেকে সংক্রমণের শিকার হয়েছেন বলে জানা যায়। তাদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে।

তবে এখনই এই ইস্যুতে এখনই শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন নেই। তবে চলাফেরায় সতর্কতার পরামর্শ আইইডিসিআরের।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com