অনলাইন ডেস্কঃ
নাম- মোঃ জুয়েল রানা, গ্রাম- বেলগাছি, জেলা-রাজবাড়ী, পেশায় ব্যবসায়ী। বরাবরের মত ব্যবসায়িক উদ্দেশ্যে ঢাকা হতে কিছু ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করে গোয়ালন্দঘাট পার হয়ে তিনি রাজবাড়ী ফিরছিলেন। ফেরার পথে ক্রয়কৃত কিছু সামগ্রী না নিয়েই তিনি রিকশায় উঠে যান। কিছুক্ষণ পর ফেলে আসা সামগ্রীর ব্যাপারে বুঝতে পেরে তিনি গোয়ালন্দঘাট পুলিশ বক্সে যোগাযোগ করেন ও পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন।
সেখানে থাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ট্রাফিক পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। ফুটেজে দেখা যায়, ফেলে আসা সামগ্রী অন্য একটি রিকশা সেখান থেকে নিয়ে চলে গেছে। সংশ্লিষ্ট পুলিশ দক্ষতার সাথে তা দ্রুত উদ্ধার করে এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: সালাহউদ্দিন (প্রশাসন ও অপরাধ) এর নির্দেশনায় প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া।
এতো দ্রুত অক্ষত অবস্থায় মালামাল ফেরত পাওয়ায় তিনি জেলা পুলিশ, রাজবাড়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম(বার) কর্তৃক সিসিটিভি স্থাপনকে একটি মহৎ কাজ বলে আখ্যা দেন।
সূত্রঃ জেলা পুলিশ রাজরাড়ী