মোঃ মনির হোসেন শাহীন: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় তিন প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড।
হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘোরাফেরার দায়ে নবীনগরে তিন প্রবাসীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে এক ইতালী প্রবাসীকে বিশ হাজার টাকা জরিমানা, জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের এক সৌদী প্রবাসীকে দশ হাজার টাকা এবং মেরকুটা গ্রামের ইরাক প্রবাসীকে দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০মার্চ) বিকেলে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত তিন জনই নবীনগর উপজেলার বাসিন্দা। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে সম্প্রতি ১৩৩৫ জন প্রবাসী নবীনগরে ফিরেছেন।
এদের দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কায় একাধিক ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রতিটি ইউনিয়নের বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন এর নির্দেশনা দিলেও তারা অমান্য করার কারণে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রবাসীকে অর্থদণ্ড প্রদান করেছি । প্রবাসীদের পরিবার ও সমাজের মানুষের সুরক্ষার লক্ষ্যে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি”