উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলে গণসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। দুপুরে শহরের রূপগঞ্জ বাজার এলাকায় এ প্রচারণা চালান জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। তারা বাজারের ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করেন। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি, একই সাথে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কাঠোর নজরদারি রয়েছে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি হাসানুজ্জামানসহ ব্যবসায়ী নেতারা। করোনা প্রতিরোধে নিয়মিত হাতধোয়া, পরিস্কার-পরিচ্ছন্নতা থাকা, ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকাসহ বিভিন্ন নিয়ম-নীতির কথা বলেন তারা।
এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পর্যন্ত নড়াইলে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৪৩। গত শুক্রবার এ সংখ্যা ছিল ১০৯ জন। তবে কতজন প্রবাসী এ পর্যন্ত নড়াইলে এসেছেন, তা জানাতে পারেননি সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। তিনি বলেন, এ তথ্য বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে জানতে হবে।
অন্যদিকে করোনায় আক্রান্তদের জন্য নড়াইল সদর হাসপাতালে ১০টি, কালিয়া ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি করে বেড প্রস্তুত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমান বাবু।