হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে জরুরি সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ইমাম সমিতির সভাপতি নেতৃবৃন্দ ও সরকারি ককর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতি জরুরী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে, কর্মহীন মানুষগুলোর জন্য ত্রাণ সামগ্রী পৌছানোসহ গ্রামের গরীব, অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী, ফেরিওয়ালা, ভ্যান চালক, বাস শ্রমিক, নৌকা মাঝি, দিনমজুর, হিজড়া এবং সমাজের অবহেলিত ব্যক্তিদেরকে তালিকা করে উপজেলা প্রশাসন ও চেয়ারম্যানদের সমন্বয়ে বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে । এ নিয়ে কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন এই সময়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। কেউ এলোমেলোভাবে খাদ্য সহায়তা দেবেন না। প্রয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে খাদ্য সহায়তা দিলে সঠিকভাবে বন্টন হবে বলে আমি মনে করি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল বলেন খাদ্য সহায়তানিয়ে কোন সমস্যা নেই। প্রয়োজনে আরো খাদ্য আসবে অপেক্ষা করেন। এই মুহূর্তে সকলকে নিরাপদে ঘরে রাখার আহ্বান জানাই। প্রয়োজন ছাড়া কেউ হাটবাজারে বাইরে ঘোরাঘুরি করবেন না। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুরোধ করে বলেন আপনারা এলাকায় হাট-বাজার বন্ধ করে দিন। প্রয়োজন হলে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসন আরও কঠোর হবে। এসময় উপজেলা ট্যাগ অফিসার ও অন্য স্বেচ্ছাসেবক জনপ্রতিনিধি সকলকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা ইমাম সমিতি ও মসজিদের ইমামদের উদ্দেশ্যে বলেন এখন থেকে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে সর্বোচ্চ ইমাম সহ ৫ জন এবং জুম্মার নামাজ আদায়ে ১০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না। এটি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ। বাড়িতে নামাজ আদায় এবংএবাদত করুন। সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর জামিয়া ইমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব মাওলানা ওজিহুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি ও বাজার গ্রাম দিদার এলাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল গফুর, ইমাম সমিতির সাধারণ সম্পাদক নলতা জামে মসজিদের ইমাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম বিশিষ্ট বক্তা আলহাজ্ব মাওলানা আকরাম হোসেন ।
জরুরী সভায় আরও উপস্থিত ছিলেন তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, দক্ষিণ শ্রীপুর চেয়ারম্যান প্রশান্ত সরদার, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, নলতা চেয়ারম্যান আজিজুর রহমান, মথুরেশপুর চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, ধলবাড়িয়া চেয়ারম্যান গাজী শওকত হোসেন, রতনপুর চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মৌতলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমুখ।