ওমর ফারুক।। সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলন।
২৩/০২/২৫ ( রবিবার) আজ সকাল ৯ টায় হরিচরণ পাইলট স্কুল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে বেলা ১১ টা পর্যন্ত চলতে থাকে। আবার, দুপুর ২ টা থেকে লক্ষাধিক পুরুষ কর্মীদের নিয়ে শুরু হওয়া কর্মী সম্মেলন চলে বিকাল ৪ টা পর্যন্ত । শ্যামনগর জামাতের উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নেতা জনাব, রফিকুল ইসলাম খান ( কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ) , এছাড়াও উপস্থিত ছিলেন জনাব খলিল মাদানী ( ইসলামিক ফাউন্ডেশন এর উপদেষ্টা) জনাব, , মুকুল হোসেন ( আমীর, সাতক্ষীরা জেলা) জনাব, উজ্জতুল্লাহ ( সাবেক সংসদ সদস্য , সাতক্ষীরা জেলা) জনাব , মুহাদ্দিস রবিউল বাশার ( সাবেক আমীর , বাংলাদেশ জামায়াতে ইসলামি) জনাব, গাজী নজরুল ইসলাম ( শ্যামনগরের সাবেক সংসদ সদস্য , বাংলাদেশ জামায়াতে ইসলাম), জনাব, মাওলানা আব্দুর রহমান( আমীর , শ্যামনগর উপজেলা) জনাব, আব্দুল হামিদ ( শ্যামনগর উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী) এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনাব গাজী নজরুল ইসলাম তার বক্তব্যে আগামী নির্বাচনে শ্যামনগরের মানুষকে তার প্রতি সমার্থন প্রদান করে শ্যামনগরকে একটি আধুনিক শ্যামনগর উপজেলা গড়ে তোলার সুযোগ প্রদানে আহ্বান করেন , প্রধান অতিথির বক্তব্যে জনাব রফিকুল ইসলাম খান বলেন , এদেশে জুলাইয়ে আহত শহীদদের পরিবার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করতে আহ্বান জানান তিনি বলেন সকল মানুষ তাদের ঐক্যবদ্ধ সহযোগিতায় এদেশকে গড়ে তোলার আহ্বান জানান এছাড়াও এটি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান ।