করোনা পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আহবানে সাড়া দিয়ে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ১ দিনের বেতনের সম পরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য মহাপরিচালকের হিসাব নম্বরে প্রেরণ করেছেন।
বৃহস্পতিবার স্কুলের পক্ষ থেকে ১ দিনের বেতনের সম পরিমাণ অর্থ হিসেবে বার হাজার পাঁঁচশত পঁচিশ টাকা জমা দেওয়া হয়।