যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাস আক্রান্ত গর্ভবতী একজন নার্স সন্তান জন্ম দেওয়ার পর মারা গেছেন।
ইংল্যান্ডের লুটন শহরের ডানস্টেবল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ম্যারি আগিএইওয়া আগিয়াপং নামের এই নারী মারা যান।
সেবিকা হিসেবে এই হাসপাতালেই পাঁচ বছর কাজ করেছেন ২৮ বছর বয়সী আগিয়াপং, জানিয়েছে বিবিসি।
হাসপাতাল ট্রাস্টের একজন মুখপাত্র আগিয়াপংয়ের ‘সন্তান খুব ভালো আছেন’ বলে জানিয়েছেন, কিন্তু বিস্তারিত আর কিছু জানাননি।