বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্যবসায়ী প্রতিনিধিদের সভায় ঘুষখোরদের ধরিয়ে দিতে বললেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ব্যবসায়ী প্রতিনিধির এই সভা যৌথভাবে আয়োজন করে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি।তিনি বলেন, ‘আপনারা দেখেছেন গত বছরে হাতেনাতে আমরা ২৫ জন ঘুষখোরকে ধরেছি। কাজেই আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এটা ভাবলে হবে না যে, হায় হায় আমরা যদি ঘুষ ধরিয়ে দেই, তাহলে আমার কাজ চিরজীবনের জন্য বন্ধ হবে। বরং আপনার কাজ চিরজীবনের জন্য স্বাভাবিক হয়ে যাবে।’ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘ব্যাংকের ঋণ নিয়ে কে খেলাপি করছে আর কে করছে না, এটা দুদকের দেখার বিষয় না। এটা দেখতেও চাই না। একটা মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি টাকা না দিতে পারে, সেটা তার ও ব্যাংকের সমস্যা। কিন্তু আমাদের বিষয় হচ্ছে, যখন কোনো ডকুমেন্ট জালিয়াতি করে ঋণ নেয়, সেটাই আমাদের দেখার বিষয়। এ বিষয়ে আমরা তদন্ত করি।’তিনি বলেন, ‘কোনো ব্যবসায়ী যদি দুদকের কারো দ্বারা হয়রানির শিকার হয়, তাহলে আমাদেরকে জানাবেন। আমাদের দরজা আপনাদের জন্য সবসময় উন্মুক্ত।’দুদকের মামলার বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘ক্যান্সার যেমন একটা পরিবারকে রাস্তায় বসিয়ে দেয়। ঠিক একইভাবে দুদকের মামলাও মানুষকে রাস্তায় বসিয়ে দেয়। আমি নিজেও খুব বিষয়টি নিয়ে শঙ্কিত। তাই মামলা নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করেই নেওয়া হয়। কারোর উপর জোরপূর্বক আইন চাপিয়ে দেই না।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘সরকারি কর্মকর্তাদের ব্যাপারে আমাদের ম্যাসেজ হচ্ছে- আপনারা বাধ্য হয়ে ঘুষ দেবেন না। আপনারা ভয় পাবেন না যে, আপনাদের ক্ষতি হবে। আমাদেরকে জানালে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।