আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত সভায় জেলা মার্কেটিং অফিসার, কাচা, পাকা এবং মুদি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
* আসন্ন রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে এবং সামাজিক দূরত্ব যেন বজায় থাকে।
* মুরগী / মাংসের দোকান এবং ডিমের দোকান বড় মাঠে স্থানান্তর করা হবে।
* প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো থাকবে।
* পণ্যের সরবরাহ ঠিক রাখতে পণ্য পরিবহনে কোন সমস্যা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।