বিএনপির অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন বলেছে, রাজনৈতিক দল চাইলে যে কোন সময়ই ভোট চাইতে পারে; তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রীর ভোট চাওয়ায় আইনি কোন বাধা নেই। এক্ষেত্রে কমিশনের কিছু করার নেই তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলেই এমন পরিস্থিতি এড়ানো যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।চলতি বছর শেষে জাতীয় নির্বাচন। আর তাই বছরের শুরু থেকেই রাজশাহী, সিলেট, বরিশাল এবং সবশেষ খুলনায় প্রাক নির্বাচনী সমাবেশে নৌকার জন্য ভোট চান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।বিএনপি বিষয়টি খুব একটা ভালোভাবে নেয়নি। সরকারি খরচে নির্বাচনী প্রচারণার এসব সফরের যৌক্তিকতা জানার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে দলটি।নির্বাচন কমিশন বলছে, রাজনৈতিক দলগুলো চাইলে যেকোন সময়ই ভোট চাইতে পারে এক্ষেত্রে কমিশনের বিধি-লঙ্ঘনের কোনো বিষয় নেই।