মো: মনির হোসেন শাহিন :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনদপুর গ্রামে প্রবাসী ও গ্রামবাসীর সমন্নয়ে গঠিত, জিনদপুর মানবকল্যান সংস্থা(জিমাকস) উদ্যােগে বুধবার (২৯ এপ্রিল) জিনদপুর গ্রামের ১৩৫ জন, গরীব ও অসহায় পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করেন।
(জিমাকস) সভাপতি ইমতিয়াজ বেগ ইমন ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম, এ সময় উপস্থিত থেকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন।খাদ্য ও ইফতার সামগ্রির ছিল ১ কেজি মুড়ি,১ কেজি ছানা বুট,১ কেজি মশুর ডাল, ১ কেজি সয়াবিন তৈল,২ কেজি আটা,৫০০ গ্রাম পেয়াজ,৫০০ গ্রাম খেজুর।
এছাড়া মহামারি করোনায় কমহীন হয়ে পড়া অসহায় ও গরীব সনাতন ধমের ১১ জন পরিবার কে খাদ্য সহায়তা প্রধান করা হয়।
খাদ্য ও ইফতার সামগ্রি প্যাকেটিং পরিদশন করেন উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক প্যানেল চেয়ারম্যান আমীর হোসেন,সাবেক মেম্বার খুরশেদ আলম,নজরুল ইসলাম,রফিকুল ইসলাম মাইনু সরকার,
আবু নাছের শিমুল,আবুল বাশার মাষ্টার,সাংবাদি আবদুল হাদী,জয়নাল আবেদীন প্রমুখ।
বিতরন সময় উপস্থিত ছিলেন,জিমাকস সহ সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম,ফরহাদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সবুজ আহম্মেদ,ক্যাশিয়ার সফিকুল ইসলাম,সহ ক্যাশিয়ার মোজাম্মেল হক,
যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান শাওন,আমেরিকা প্রবাসী উপদেষ্টা শওকত আকবর কিশোর,শুক্কুর মিয়া,সুজন মিয়া,গোলাম কিবরিয়া মাষ্টার,আল আমীন মাষ্টার সহ জিমাকস সকল সদস্যবৃন্ধ।