করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখেইল মিশুসতিন। তিনি নিজেই জানিয়েছেন বৃহস্পতিবার করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে।
পাশাপাশি এও জানিয়েছেন, ক্যাবিনেটের অন্য সদস্যদের সুরক্ষার দিকে নজর দিতে তিনি সেলফ-আইসলেশনে যাবেন।
দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও মিটিংয়ে মিখেইল মিশুসতিন জানিয়েছেন, “আমি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি করোনা ভাইরাস পরীক্ষায় আমার রিপোর্ট পজিটিভ এসেছে”।
তবে তিনি দেশের সব দায়িত্বের সঙ্গে জড়িত কাজের বিষয়ে যোগাযোগ বজায় রাখবেন সেই আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এই জানিয়েছেন, “আমাকে নিজেকে আইসোলেট করে রাখতে হবে এবং ডাক্তারের নির্দেশ মেনে চলতে হবে। আমার সহকর্মীদের নিরাপড রাখা জরুরি”।
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখেইল মিশুসতিন প্রস্তাব দিয়েছেন, ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ তাঁর পদের দায়িত্ব পালন করুন।
পুতিন ভিডিও মিটিংয়ে জানিয়েছেন, “যা আপনার সঙ্গে হচ্ছে, এখন যে কারোর সঙ্গে হতে পারে। আমি আশা করছি আপনি কাজ করার মত সক্ষম থাকবেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন”।
দ্রুত আরোগ্য কামনা করে পুতিন জানিয়েছেন, “দেশের কোনও সিদ্ধান্ত আপনার মতামত এবং অংশগ্রহণ ছাড়া নেওয়া হবে না”।
৫৪ বছরের মিখেইল মিশুসতিন জানুযারি মাসে প্রধানমন্ত্রীর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। পুতিন আশাবাদী যে বিশ্ব মহামারই করোনা ভাইরাসের থাবায় রাশিয়ার অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে তা সামাল দিতে নীতি নির্ধারণে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
রাশিয়ায় প্রধানমন্ত্রী দেশের অর্থনীতির দিকটি দেখভাল করেন এবং প্রেসিডেন্টের কাছে তা পৌঁছে দেন। এই পরিস্থিতিতে সরাসরি বৈঠক কমিয়ে দিয়েছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে অফিসের কাজ সারছেন।
সূত্রঃ কোলকাতা২৪